ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার কসমিক ফার্মা নামের ওই গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পান তারা। “আমাদের কর্মীরা ১১টা ৫৬ মিনিটে সেখানে পৌঁছে কাজ শুরু করে। পর্যায়ক্রমে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে,...