খবর টি পড়েছেন :২৩৯অভিনয়ে নিজস্ব স্বাক্ষর রেখে প্রযোজক হিসেবে এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তাসনিয়া ফারিণ। ছোট পর্দা থেকে ওটিটি, আর সেখান থেকে বড় পর্দায় পা রেখে ইতোমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই শিল্পী। ২০২৩ সালে টালিউডে ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিষেকের পর, গত কোরবানির ঈদে ঢালিউডে ‘ইনসাফ’ দিয়ে আলোচনায় আসেন তিনি। এবার নিজের ভাবনাগুলোকে পর্দায় রূপ দিতে শুরু করতে যাচ্ছেন প্রযোজনা প্রতিষ্ঠান।সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারিণ জানান, তিনি একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করছেন। সেই পোস্টে তিনি নেটিজেনদের কাছে জানতে চান, তার প্রতিষ্ঠানের নাম কী হতে পারে। মন্তব্যের ঘরে দর্শক-ভক্তরা নানা সৃজনশীল নাম প্রস্তাব করেছেন।ফারিণ বলেন, আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই প্রযোজনায় আসা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নাম ঘোষণা করবেন তিনি। প্রযোজনার প্রথম...