ইংল্যান্ডের বোলিং আক্রমণে দারুণ কিছু পেসার আছেন। তবে তাদের কেউ তো আর জাসপ্রিত বুমরাহ নন! স্যাম কনস্টাসকে নিয়ে তাই সংশয়ের কারণ দেখছেন না ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যানের মতে, সামনে অ্যাশেজে ওপেনিংয়ে ভরসা রাখা উচিত কনস্টাসের ওপর, তিন নম্বরে তিনি চান অভিজ্ঞ মার্নাস লাবুশেনকেই। অ্যাশেজের সময় যত ঘনিয়ে আসছে, অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের দুটি জায়গা নিয়ে আলোচনাও তত জোরাল হচ্ছে। খুব ভালো ফর্মে না থাকলেও ওপেনিংয়ে উসমান খাওয়াজার থাকা নিশ্চিতই। কিন্তু তার সম্ভাব্য সঙ্গী ও পরের ব্যাটসম্যান নিয়ে চলছে নানা জল্পনা। ওয়ার্নারের অবসরের পর থেকে থিতু কোনো উদ্বোধনী জুটি পায়নি অস্ট্রেলিয়া। যাদেরকে নানা সময়ে চেষ্টা করা হয়েছে, তাদের একজন স্যাম কনস্টাস। তবে শুরুটা ভালো করলেও পরে তিনি আর ধরে রাখতে পারেননি ফর্ম। দলে জায়গাও হারাতে হয়েছে সেজন্য। দলে ফেরার আলোচনায় তিনি...