অনেক দিন ধরেই আমেরিকার সংস্কৃতিআর সেইসঙ্গে বিশ্বের অংশ হয়ে উঠেছে ষড়যন্ত্র তত্ত্ব। অনেকেই মনে করেন, বিশেষ ঘটনা বা পরিস্থিতির পেছনে গোপন কোনো দল বা শক্তি কাজ করছে। আর এমন ভাবনা ষড়যন্ত্র তত্ত্ব বলে পরিচিত। নতুন গবেষণা বলছে, যতটা ধারণা করা হয় তার চেয়েও বেশি সংখ্যক মানুষ আসলে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন। ষড়যন্ত্রে বিশ্বাস কেবল সেইসব প্রচলিত ‘টিনফয়েল টুপি পরা অদ্ভুত লোকদের’ মধ্যেই আর সীমাবদ্ধ নেই, বরং সমাজের বড় এক অংশই এমন ধারণায় বিশ্বাস করেন। বিষয়টি রাজনৈতিক মত, শ্রেণি বা গোষ্ঠী– সবার মধ্যেই দেখা যায় বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ। ষড়যন্ত্র তত্ত্ব কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে তা নতুন প্রকাশিত এক সমীক্ষায় উঠে এসেছে। এ সমীক্ষায় ২০২৪ সালের ১৩ জুলাই তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টার ঘটনাটিকে একটি উদাহরণ...