ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে বলেও মন্তব্য করেছেন তিনি। বাসস লিখেছে, ইতালির রোমে স্থানীয় সময় সোমবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) অনুষ্ঠানের ফাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা তার এই আগ্রহের কথা জানিয়েছেন। ফোরামে মুহাম্মদ ইউনূস এবং লুলা দা সিলভা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার পর এফএও সদর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। সে সময় তারা পারস্পরিক আগ্রহের নানা বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য মোকাবিলার কৌশল। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ...