গত ৯ অক্টোবর ঢাকায় হোম ম্যাচে হংকং এর কাছে ৪-৩ গোলে হেরেছিলো বাংলাদেশ। ঐ পরাজয়ে গ্রুপ 'সি' থেকে চূড়ান্ত পর্বে খেলার আশা শেষ বাংলাদেশের। এখন গ্রুপে অবশিষ্ট ম্যাচগুলোতে যতটা সম্ভব ভালো রেজাল্ট করে ফিফা র্যাংকিংয়ে উন্নতি করাই লক্ষ্য বাংলাদেশের। ‘সি’ গ্রুপে চার দলের লড়াইয়ে ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নীচে জামাল-হামজারা। আর বাংলাদেশকে হারিয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে হংকং। এখন বাংলাদেশকে ফিরতে পর্বে হারাতে পারলে ২০২৭ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের লক্ষ্যে আরো এগিয়ে যাবে হংকং। গ্রুপে সিঙ্গাপুর ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টিকে আছে। ভারত ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে। ফিফা র্যাংকিংয়ে 'সি' গ্রুপে চার দলের লড়াইয়ে ভারত, হংকং ও সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশ পিছিয়ে থাকলেও, হামজা চৌধুরী, শমিত সোম, জায়ান,...