স্ত্রী সাবিকুন্নাহারের অভিযোগ অস্বীকার করলেন ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান। এক ফেসবুক পোস্টে জানালেন— কোনো পরনারীর সঙ্গে তার হারাম সম্পর্ক নেই। সোমবার আলোচিত এই ইসলামী বক্তা বলেন, কাবার রবের শপথ! আমি যিনাকার নই! মুহাম্মদের রবের কসম! আমি ব্যভিচারী নই! যার হাতে আমার প্রাণ তার কসম, তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত! কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই।শুরুতেই ত্বহা বলেন, স্বামী-স্ত্রী একে অন্যের জন্য মহব্বতের পবিত্র পোশাক, পোশাকের কাজই সতর ঢেকে রাখা, যদিও তা ক্ষতবিক্ষত হয়! স্বামী হিসেবে আমি সেটাই আজীবন করে গেছি, আজও করছি। কারণ আজও আমি তার স্বামী! আর আগামীকাল যদি আমি সে পোশাক না থাকি, তবুও সেই দেহ সম্পর্কে আমি কোনো বাজে মন্তব্য করব না, যার জিম্মাদার আমি নই! অভিযোগের জবাব...