ঢাকার সাভারে ২৫ লাখ ডাকাতির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে লুট করা টাকার মধ্যে ৫ লাখসহ খেলনা পিস্তল,র্যাবের কটি, ওয়াকিটকিসহ একটি গাড়ি জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা জেলার ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে সাভারের ভাঙা ব্রিজ এলাকা থেকে ২৫ লাখ লুট করে নেয় গ্রেপ্তার ব্যক্তিরা। এই ঘটনায় ২৬ সেপ্টেম্বর সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে তদন্তে নামে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ। পরে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আ. মুত্তালিব ও সহকারী উপপরিদর্শক মেহেদী মাসুদের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা রোববার...