জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে গণভোটের আয়োজন এবং পিআর পদ্ধতি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা মহানগরীতে সাতটি রাজনৈতিক দলের মানববন্ধন চলছে। মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ তাদের পদত্যাগ চাইতে শুরু করেছে। শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের কানে পানি না গেলে কঠোর আন্দোলন ঘোষণার হুশিয়ারি দেন দলটির নেতারা। এদিকে মতিঝিলের শাপলা চত্ত্বরে মানবন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসময় দলটির নেতারা বলেন, ফ্যাসিস্টের দোসরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জুলাই সনদের আইনী...