বসুমতি ক্যাফেটেরিয়া নানারকম খাদ্য আয়োজনে ভরপুর। মাছের কাটলেট, ডিমের ডেভিল, ক্যারামেল পুডিং অন্যতম জনপ্রিয় খাবার। তাছাড়া বিফ চাপ, চিকেন চাপ, রুমালি রুটি ও কড়াই গোশত খেতে লাজাওয়াব! চায়ের মধ্যে মালাই চা, আদা-লেবু চা, হেজেলনাট কফিও কাস্টমারদের বিশেষ পছন্দ। ক্যাফেটেরিয়ার বাবুর্চি সোবহান তার দুজন সহকারী বেলাল ও মনিরকে নিয়ে অসাধারণ কাজ করেন। তাদের হাতে যেন সত্যিই জাদু আছে! যে একবার বসুমতি ক্যাফেটেরিয়ার খাবার খেয়েছেন, মন্ত্রমুগ্ধ হয়ে বারবার ছুটে এসেছেন। আরও পড়ুনজিও-এক্স সেভেনপঙ্কজ শীলের থ্রিলার: কালো নেকাব এখানে যে শুধু ক্যাফেটেরিয়া আছে তা নয়, খুবই ছোটখাটো একটা বুক কর্নারও বিদ্যমান। ছোটদের গল্পের বই, বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা, ম্যাগাজিন যেমন- আনন্দলোক, সানন্দা, মনোজগত, ক্যানভাস ইত্যাদি খাবারের সাথে সাথে বিক্রি হয়। নানা বয়সের, নানা মতের মানুষের মিলনমেলা ঘটে বসুমতি ক্যাফেটেরিয়ায়। মূলত বিকেলবেলার নরম রোদের উষ্ণ...