মেলায় রয়েছে নকশি কাঁথা, শতরঞ্জি, হস্ত ও কারুশিল্প, পাটজাত, বাঁশ-বেত, চামড়াজাত, গহনা, মৃৎশিল্প এবং বস্ত্র খাতের নানান রকম পণ্য। ৪০ জন উদ্যোক্তা এসব বাহারি পণ্য নিয়ে মেলায় এসেছেন। এতে মোট স্টল সংখ্যা ৪৩টি। এরমধ্যে উদ্যোক্তাদের জন্য ৪০টি, বিসিক নকশা কেন্দ্রের জন্য ২টি এবং নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের জন্য ১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার সকাল থেকে এই মেলা শুরু হয়েছে। হাতের কারুকাজ, গহনা ও প্রসাধনী সাজিয়ে উদ্যোক্তারা বসে আছেন ক্রেতাদের অপেক্ষায়। ট্রেন্ডিং সব ডিজাইনের পণ্য কিনতে দর্শনাথী ও ক্রেতারা ভিড় করছেন স্টলগুলোতে। ৫০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকার পণ্য পাওয়া যাচ্ছে মেলায়। কিছু কিছু পণ্যে রয়েছে আকর্ষণীয় অফার। প্রতিটি পণ্যই বাইরের দামের তুলনায় কমে বিক্রি করা হচ্ছে। হেপি ইসলাম তালুকদার নামে এক উদ্যোক্তা যাত্রাবাড়ি থেকে এসেছেন। তিনি...