রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা পথচারী সবুজ মিয়া জানান, খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। ওখানে অবস্থার অবনতি হলে ঢামেকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক...