অভিযোগ—তারা সামাজিক মাধ্যমে, জামা বা পোস্টারে ‘আই লাভ মুহাম্মদ’ লিখেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির শাসিত রাজ্যগুলোতে এই ঘটনা বেশি ঘটেছে। ভারতীয় কর্তৃপক্ষ বলছে, এই লেখাগুলো ‘সর্বসাধারণের শান্তি ও শৃঙ্খলার জন্য হুমকি’। বেসরকারি মানবাধিকার সংস্থা এপিসিআর (Association for Protection of Civil Rights) জানিয়েছে, এখন পর্যন্ত ৪০ জনের বেশি মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে, ২৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৪ সেপ্টেম্বর, উত্তরপ্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি মহল্লায় ‘আই লাভ মুহাম্মদ’ লেখা আলোকিত বোর্ড লাগানো হয়। বোর্ডটি ছিল আন্তর্জাতিকভাবে পরিচিত ‘আই লাভ নিউইয়র্ক’ স্লোগানের আদলে বানানো। প্রথমে কিছু স্থানীয় হিন্দু প্রতিবাদ করেন, কারণ, উত্তরপ্রদেশে কোনো ধর্মীয় উৎসবে নতুন কোনো অনুষঙ্গ যোগ করাকে আইনগতভাবে নিরুৎসাহিত করা হয়। কিন্তু অভিযোগের ভিত্তিতে পুলিশ আরও কঠোর অভিযোগ আনে—ধর্মের ভিত্তিতে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ। এই অপরাধে...