১৪ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম জয়পুরহাটের কালাইয়ে বেসরকারি সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শ্রেণীকক্ষ ত্যাগ করে জয়পুরহাট–বগুড়া মহাসড়কে মানববন্ধন করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কালাই বাসস্ট্যান্ড চত্বর থেকে জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোটের ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন। শিক্ষক-কর্মচারীরা দাবি করেন, peaceful কর্মসূচীর সময় কেন শিক্ষককে লাঠিপেটা করা হলো তা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রজ্ঞাপন জারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা আরও বলেন, যেসব কর্মকর্তা বা বাহিনী শিক্ষকদের ওপর টিয়ারসেল নিক্ষেপ, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে — তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। মানববন্ধন শেষে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে...