রাজধানীর খিলক্ষেতে একটি বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ বছর। এখনো তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় পথচারী সবুজ মিয়া বলেন, ‘আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে...