সোমবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানিয়েছেন। নবজাতকটির বয়স একদিন বলে ধারণা এ রেল পুলিশ কর্মকর্তার। শফিকুল বলেন, “রাতে রেল লাইনের পাশে একটি শপিং ব্যাগের সামনে কয়েকটা কুকুর ডাকডাকি করছিল। স্থানীয় লোকজন কৌতুহলবশত ব্যাগটি খুলে নবজাতকের লাশ দেখতে পান। “পরে থানায় খবর দেওয়া হলে...