কুমিল্লায় ৪০ মামলার এক আসামিসহ অস্ত্রধারী তিন আসামিকে ধরে পিপিএম পদকে ভূষিত হলেন পুলিশের এস আই খাজু মিয়া। অসীম সাহসিকতা, পেশাদারিত্ব এবং প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়াকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ৩ জুন ২০২৫ তারিখে এক ঝুঁকিপূর্ণ অভিযানে তিনি অসীম সাহসিকতা ও দায়িত্ববোধের পরিচয় দেন, যার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ সদর দপ্তর তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার ওইদিন রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে সদর দক্ষিণ থানার টমছমব্রিজ এলাকায় টহলকালে সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেন এসআই খাজু মিয়া। কিন্তু গাড়িটিতে থাকা তিন যাত্রী পালানোর চেষ্টা...