ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভাবমূর্তি গড়তে নিয়মিত প্রেস ব্রিফিং করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি জানিয়েছেন। এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনাসহ জনসাধারণকে সেবা দানের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রতিটি শাখা/অধিশাখা কঠোর পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এই সকল কার্যক্রমের বিষয়ে জনসাধারণ সাম্যকভাবে অবহিত না থাকায় নির্বাচন কমিশনের কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরি হচ্ছে না। এছাড়াও আমাদের বিভিন্ন অংশীজন বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পর্যবেক্ষকরা নিয়মিত আমাদের ওয়েবসাইট পরিদর্শন করেন। আমাদের কার্যক্রম এবং অগ্রগতি অনুসরণ করেন। নির্বাচন কমিশনের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যে আমাদের ধারাবাহিক কার্যক্রম সহজভাবে অংশীজন এবং জনসাধারণের নিকট উপস্থাপন করা...