সিয়ারা একাডেমিতে কিশোর ইনিয়েস্তা ও মেসিকে আবিষ্কার করেন সের্জিও মেসকুইটা। তিনি জানান, এই দুজনের ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল দক্ষতা এবং মাঠের পারফর্মেন্স তাকে আকৃষ্ট করেছিল। আর নেইমারকে আবিষ্কার করেন একাডেমির একজন রিক্রুটার। কিন্তু কেন এই তিন সুপারস্টারের নামে নিজ নিজ সন্তানের নাম রাখলেন তাদের অভিভাবকেরা? মেসির মা লিসিয়ানে মায়েরি বলেন, ‘আমি গর্ভবতী অবস্থায় ফুটবল খেলছিলাম। তখনই ঠিক করলাম— অনাগত সন্তানের নাম রাখব লিওনেল মেসি। অবশ্য এটা ভাবিনি যে, আমার অনাগত সন্তান ফুটবলে নিজের ক্যারিয়ার গড়তে চাইবে কিনা। আজ সে সিয়ারায় খেলছে, স্বপ্ন পূরণের পথে আছে।’ নেইমারের বাবা গিলসন ফ্রেইটাস অবশ্য প্রথমে ছেলের অন্য নাম রাখতে চেয়েছিলেন। কিন্তু পরে ছেলের নাম রাখেন ‘নেইমার’। এই কিশোরের বাবা নেইমার কুনহা বলেন, ‘আমাদের স্বপ্ন হলো ছেলেকে পেশাদার ফুটবলার হিসেবে গড়ে তোলা। এটি আমাদের পরিবারকে উন্নতির...