চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে দুই লেয়ারে ভোট গণনা হবে বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ কথা জানান তিনি।ড. কামাল উদ্দিন বলেন, চাকসুর ভোট গণনা হবে দুই লেয়ারে। ১৫ তারিখেই ফলাফল ঘোষণা করা হবে। ব্যালট পেপারের রঙ এখনো কেউ জানে না। সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করে ভোটের আয়োজন করছি।এদিন সকালে নির্বাচন কমিশন সচিব অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভোটের দিনের বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।নির্দেশিকায় বলা হয়েছে, ভোটারদের ক্যাম্পাসে প্রবেশের জন্য নির্ধারিত প্রবেশপয়েন্ট ব্যবহার করতে হবে। এর মধ্যে রয়েছে কাটা পাহাড় (বাণিজ্য অনুষদের সামনে), ৩নং গোডাউন (প্রফেসর ইউনূস ভবনের পূর্বপাশে) এবং শহীদ মিনারের দক্ষিণের আর্চওয়ে (লেডিস ঝুপড়ির সামনে)। প্রবেশের সময় বিশ্ববিদ্যালয়...