পর্তুগালের স্থানীয় সরকার নির্বাচনে বড় ব্যবধানে জয়ের মাধ্যমে জাতীয় নির্বাচনের পরাজয় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে পর্তুগালের অভিবাসী বান্ধব দল পিএস (সোসালিস্ট পার্টি)। গত ১২ আগস্ট পর্তুগালের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এক যোগে ৩০৮টি মিউনিসিপ্যাল (পৌরসভা) ৩ হাজার ৯১টি ফ্রেগেসিয়া বা উপ-পৌরসভায় ভোট চলে। যেখানে ৩০৮ টি মিউনিসিপ্যাল (পৌরসভা) এর মধ্যেই পিএস পেয়েছে ১২৮ টি আর ডানপন্থী পিএসডি জোট পেয়েছে ১৩৬ টি। এতে জাতীয় নির্বাচনে পিএস এর যে পরাজয় হয়েছিলো তা অনেক অংশের কাটিয়ে উঠেছে দলটি। সোসালিস্ট পার্টি সব সময়ে কাজ করেছে দেশটিতে বসবাস করা অভিবাসীদের জন্য। তাই সোশালিস্ট পার্টিকে অধিবাসী বান্ধব দল বলা হয়। তবে এবার সোসালিস্ট পার্টি স্থানীয় সরকার নির্বাচনে শক্তিশালী অবস্থানে থাকলেও দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেট (পিএসডি) স্থানীয় সরকার...