আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইতিমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। আজ আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ব্যাটিংয়ে। শুধু এই সিরিজ নয়, চলতি বছরজুড়েই ব্যাটিং ব্যর্থতা দেখা গিয়েছে বাংলাদেশ দলে। এ বছর খেলা আট ওয়ানডের সাতটিতেই দল অলআউট হয়েছে দল। তাছাড়া শেষ পর্যন্ত পুরো ৫০ ওভারও খেলতে পারছে না ব্যাটাররা। ফলে ব্যাটিং ইউনিট বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ। এদিকে ওপেনিং জুটি নিয়েও চিন্তা বাড়ছে। প্রথম দুই ম্যাচে তানজিদ হাসান সংগ্রহ করেছেন ০ ও ১০ রান। ফলে আজ তাঁর জায়গায় একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ নাঈম শেখকে । ভিসা জটিলতার কারণে শুরুতে দলের সঙ্গে যেতে...