১৪ অক্টোবর ২০২৫, ০১:৩৮ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০১:৩৮ পিএম যশোরের শার্শায় নিখোঁজের চার দিন পর স্টিলের বাক্সের ভেতর থেকে এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার নাভারণ কাজীরবেড় গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ভ্যানচালকের নাম আব্দুল্লাহ (২৫)। তিনি গাতীপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ভ্যানচালক আব্দুল্লাহ শান্ত ও পরিশ্রমী স্বভাবের মানুষ ছিলেন। গত ১০ অক্টোবর সকাল ১১টার দিকে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। সেদিন থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে ১১ অক্টোবর আব্দুল্লাহর বাবা ইউনুস আলী শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)...