গত দুই সপ্তাহে লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে ৬১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ এই তথ্য জানায়। লিবিয়া সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের পক্ষ থেকে বলা হয়, দেশটির তিউনিশিয়া সীমান্ত সংলগ্ন উপকূলীয় জুয়ারা ও রাস ইজদির অঞ্চল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানায়, ‘মেলিতাহ অঞ্চল থেকে তিনজনের এবং জুয়ারা অঞ্চল থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সবাই ছিলেন অভিবাসনপ্রত্যাশী।’ তাছাড়া জুয়ারা অঞ্চলের আবু কামাশ এবং মেলিতাহ থেকে আরো ৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। উদ্ধার করা এ সকল মরদেহের মধ্যে ১২ জনকে কবরস্থ করা হয়েছে। বাকি মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অবশ্য লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে অনিয়মিত পথে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসীদের হতাহতের ঘটনা নতুন নয়।...