‘সাইয়ারা’ ছবিতে আহান পান্ডে ও আনিত পাড্ডার পর্দার রসায়ন দর্শকদের মন কেড়েছিল। তবে এবার আলোচনায় তাদের বাস্তব জীবনের সম্পর্ক। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রকাশ্যে এসেছে এই দুই তারকার কিছু অন্তরঙ্গ ছবি। সেগুলো নিয়ে বলিউডে শুরু হয়েছে জোর গুঞ্জন। আজ সোমবার আনিত পাড্ডার ২৩তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিগুলো পোস্ট করেন আহান পান্ডে নিজেই। এক ছবিতে দেখা গেছে, কোনো অনুষ্ঠানে চোখ বুজে গান উপভোগ করছেন আহান। সেসময় তার কাঁধে মাথা রেখে আছেন আনিত। ছবিগুলো দেখে নেটিজেনরা নিশ্চিত, সম্পর্কটা শুধুই পর্দায় সীমাবদ্ধ ছিল না। জানা গেছে, চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে অনুষ্ঠিত ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-এর কনসার্টে একসঙ্গে উপস্থিত ছিলেন তারা। ঘটনাটি ঘটে ‘সাইয়ারা’ মুক্তির আগেই। এক বলিউড সূত্র জানিয়েছে, ‘আনিত আর...