পেন্টাগনের নতুন প্রতিবেদনের বিধিনিষেধ মেনে নেবে না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো। নতুন নিয়ম অনুযায়ী সাংবাদিকদের পেন্টাগনের প্রেস ক্রেডেনশিয়াল পেতে হলে একটি হলফনামায় স্বাক্ষর করতে হবে যে, তারা অনুমতি ছাড়া কোনো তথ্য প্রকাশ করবেন না। এমনকি অশ্রেণীভুক্ত নথি প্রকাশ করাও নিষিদ্ধ করা হয়েছে। আজ ১৪ অক্টোবর মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, পেন্টাগনের এই নির্দেশনার বিরুদ্ধে মেজর মিডিয়া অর্গানাইজেশনগুলো, যার মধ্যে পাবলিক ব্রডকাস্টার এনপিআর, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদসংস্থাগুলো কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে যে, এই বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সাংবাদিকদের মুক্ত সংবাদ প্রকাশের অধিকার লঙ্ঘন করে। মূলত সেপ্টেম্বর মাসে পেন্টাগনের মেমোতে প্রথম এই নিয়ম ঘোষণা করা হয়। তবে বেশিরভাগ সংবাদমাধ্যম এখনও এই সংস্করণকে সমর্থন করছে না।...