১৪ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম রাজধানীর মিরপুর রূপনগর এলাকায় একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে বিইউবিটি বিশ্ববিদ্যালয় সংলগ্নকসমিক ফার্মানামে একটি প্রতিষ্ঠানে আগুন লাগে। প্রতিষ্ঠানটি গার্মেন্টস ও কেমিক্যাল মজুদের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো। সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও ৩টি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত ছিল। কমিটির অনুমোদন ছাড়াই মাদরাসার গাছ বিক্রি করলেন সুপার! এনসিপি শাপলার বিকল্প...