মধ্যপ্রাচ্যে শান্তি সম্মেলনের মধ্য দিয়ে যখন গাজায় যুদ্ধের অবসান হতে চলছে, যখন হামাস ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দিচ্ছে তখনি ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। দুই বছর আগে হামাসের হাতে অপহৃত বিপিন যোশি (২৫) নামে এক নেপালি হিন্দু শিক্ষার্থীর মৃতদেহ ইসরায়েলের কাছে ফিরিয়ে দিয়েছে হামাস। ইসরায়েলে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধন প্রসাদ পণ্ডিত নেপালি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, সোমবার (১৪ অক্টোবর) গভীর রাতে জোশির মরদেহ তেল আবিবের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ধন প্রসাদ পণ্ডিত বলেন, ‘বিপিন জোশির মৃতদেহ হামাস ইসরায়েল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এবং তেল আবিবে নিয়ে যাওয়া হচ্ছে।’ মৃতদেহ নেপালে ফেরত পাঠানোর আগে ডিএনএ পরীক্ষা করা হবে এবং নেপালি দূতাবাসের সাথে সমন্বয় করে ইসরায়েলে শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি। জানা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধের সময়...