গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দিবিনিময় হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) জীবিত জিম্মিদের ইসরায়েলের হাতে তুলে দিয়েছে হামাস। ইসরায়েলও চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এই বন্দি বিনিময়ের মধ্য দিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনে উল্লাস ও আবেগঘন দৃশ্যের জন্ম হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন শান্তি পরিকল্পনার প্রথম ধাপে হামাস সকল জীবিত ইসরায়েলি জিম্মিকে ফেরত দিয়েছে। আর ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। ইসরায়েলি পরিবারগুলো তাদের প্রিয়জনকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে আনন্দে চিৎকার করে উঠেছে। অন্যদিকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের স্বাগত জানাতে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে পতাকা হাতে উল্লাসে মেতে ওঠে জনতা। মুক্তিপ্রাপ্ত বন্দিদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের কয়েক মিনিট পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে অবতরণ করেন।ইসরায়েলি পার্লামেন্টে নেসেটে দেওয়া এক ভাষণে তিনি ঘোষণা...