অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন অপরাধে আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়। গত ২৪ ঘণ্টায় রাজশাহী নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অভিযানে গ্রেফতার যুবকের নাম তরিকুল ইসলাম (২৪)। তিনি রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের কর্মী এবং জেলার পবা উপজেলার বড়গাছী এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার...