ফিটনেস আইকন ও ফ্যাশনসচেতন অভিনেত্রী শিল্পা শেঠি হাজির হয়েছিলেন পার্ল-থিমের পোশাকে। মুক্তার ছোঁয়া থাকা ফিউশন গাউনে তিনি যেন আধুনিক ও ঐতিহ্যের সেতুবন্ধন ঘটিয়েছিলেন। গ্লসি মেকআপ ও খোলা চুলে তাঁর উপস্থিতি ছিল এক কথায় গ্ল্যামারাস। অভিনেত্রী কাজল ও তার মেয়ে নায়সা দেবগন হাজির হয়েছিলেন ঝলমলে শাড়ির সাজে। কাজলের শাড়িতে ছিল ঐতিহ্যবাহী কারুকাজ, আর নায়সার পোশাকে আধুনিক নকশার ছোঁয়া-দুজনকেই একসঙ্গে দেখে যেন মনে হচ্ছিল, ঐতিহ্য আর আধুনিকতা পাশাপাশি দাঁড়িয়ে আছে। সোনাক্ষী সিনহা হাজির হয়েছিলেন রয়্যাল ব্লু আউটফিটে। গাঢ় রঙের এই পোশাকে তিনি ফুটিয়ে তুলেছিলেন শক্তিশালী ও আত্মবিশ্বাসী নারীর প্রতিচ্ছবি। ফ্যাশনের চিরন্তন প্রতীক কারিনা কাপুর খান এবার হাজির হয়েছিলেন অল হোয়াইট আনারকলি পোশাকে। মিনিমাল গয়না, খোলা চুল আর নরম মেকআপে তাঁর সৌন্দর্য ছিল একেবারে রাজকীয় ও পরিণত। লঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ পরেছিলেন মাল্টি-কালার...