১৪ অক্টোবর ২০২৫, ০১:৪৭ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০১:৪৭ পিএম রাজধানীতে সকাল থেকে শুরু হওয়া কয়েকটি রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কর্মসূচিতে শহরজুড়ে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। একদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি, অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা সাতটি ইসলামী রাজনৈতিক দলের মানববন্ধন—এসব কর্মসূচির কারণে রাজধানীর প্রধান সড়কগুলোতে ঘণ্টার পর ঘণ্টা স্থবির হয়ে পড়ে যান চলাচল। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মিছিলসহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেন। একই সময়ে যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত দীর্ঘ সড়কজুড়ে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর মানববন্ধন শুরু হয়। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ রুট—যেমন মতিঝিল, পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, ফার্মগেট, বিজয়...