জয় দিয়ে বিশ্বকাপের শুরুটা হলেও টানা তিন ম্যাচে হার দেখতে হল। বাংলাদেশ নারী ক্রিকেট দল চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়াই জমিয়ে ৩ উইকেটে হেরেছে। ম্যাচ শেষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, মেয়েরা প্রোটিয়াদের বিপক্ষে জয় তুলতে লড়েছে প্রতিটি বল। প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচে অলরাউন্ডার স্বর্ণা আক্তারের ৩৪ বলে দেশের দ্রুততম ওয়ানডে ফিফটির রেকর্ডের দিনে ২৩২ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। প্রোটিয়াদের জিততে খেলতে হয়েছে শেষ ওভার অবধি। শেষ ওভারের রোমাঞ্চে ৩ বল হাতে রেখে জয় তোলে সাউথ আফ্রিকা। পরে জ্যোতি বলেছেন, ‘সর্বোচ্চ চেষ্টা করেছি ডেথ ওভারে সেরা বোলারদের দিয়ে বল করাতে। কিছুসময় খেলার গুরুত্বপূর্ণ মুহুর্ত ধরে রাখা কঠিন। কিন্তু আমাদের বোলাররা ভালো করেছে। অনেককিছু শিখেছি, যা পরে কাজে লাগবে।’ ‘আমি হতাশ নই, বরং গর্বিত। যেভাবে মেয়েরা প্রতিটি বলে জয়ের জন্য...