মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক মেইন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। গত ৯ অক্টোবর ঢাকায় প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। শুরুতে ভালো খেলেও ম্যাচে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের এটি দুই দলেরই চতুর্থ ম্যাচ। হংকং এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, সমান ম্যাচে দুই হার ও এক ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। ফলে শেষ ম্যাচে জিতলেও মূল পর্বে ওঠা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। তবুও জয়ের আশা রাখছে বাংলাদেশ। ফিফা র্যাংকিংয়েও হংকং বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ ওপরে। মাঠের লড়াইয়েও এই পার্থক্য প্রায়ই...