এমপিওভুক্ত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঝালকাঠি:ঝালকাঠির রাজাপুরে এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় দিকে রাজাপুর উপজেলা শহরের কেন্দ্রীয় থানা সড়কে উপজেলার সকল এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন। প্রায় ৩৫ মিনিটব্যাপী গুরুত্বপূর্ণ থানা সড়ক বন্ধ করে তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এতে পথচারী ও যানবাহন চলাচলে সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক জাকির হোসেন, আরিফুর রহমান, জিয়াউল হক, বরকত উল্লাহ, মাহবুবুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক সমাজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অথচ তাদের ন্যায্য ও যৌক্তিক দাবির...