কানাডা সুপার সিক্সটির ফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান। কিন্তু তার দারুণ ইনিংস সত্ত্বেও জয়ের দেখা পেল না মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্স। ব্রাম্পটন ব্লিটজের বিপক্ষে ৮ উইকেটে হেরে রানার্সআপ হয় সাকিবের দল। ৬৯ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ব্রাম্পটন মাত্র ২৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়। ভ্যানকুভারে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে সাকিবের দল মন্ট্রিয়েল। প্রতিপক্ষের বোলারদের অসাধারণ বোলিংয়ে অনবরত উইকেট হারাতে থাকে দলটি। নির্ধারিত ৮ ওভারের মধ্যেই পুরো দল অলআউট হয়ে যায় মাত্র ৬৯ রানে। ইনিংসের শুরুতে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার দিলপ্রিত সিং। ৮ বলে ১৮ রানে থামেন তিনি। তিন নম্বরে নেমে অধিনায়ক সাকিব আল হাসান চেষ্টা করেন দলকে এগিয়ে নেওয়ার। মাত্র ১২ বল খেলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ রানের...