বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়িত হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং এক্সিলারেশন (হিট) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য চার মাসব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে গাজীপুরের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে এই কোর্সের উদ্বোধন করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। তিনি বলেন, “শিক্ষকতা শুধু পেশা নয়, এটি এক মহৎ দায়িত্ব; শিক্ষার্থীর মনে স্থান করে নেওয়াই একজন শিক্ষকের প্রকৃত সাফল্য।” তিনি আরও বলেন, প্রস্তুতি ও আন্তরিকতা ছাড়া শিক্ষকতা কখনও পূর্ণতা পায় না। শিক্ষার্থীরা যখন পরিবার থেকে দূরে থাকে, তখন শিক্ষকই তাদের প্রকৃত অভিভাবক হয়ে ওঠেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে উপাচার্য ড. ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষক প্রশিক্ষণের মান ও বাস্তব প্রয়োগ নিশ্চিত করা জরুরি। কেবল প্রশিক্ষণ...