শেরপুর হেড পোস্ট অফিস থেকে তিন বছর মেয়াদি সঞ্চয়ী আমানতের টাকা তুলতে গিয়ে বিপাকে পড়েছেন এক নারী গ্রাহক। দীর্ঘদিনের পরিশ্রমের সঞ্চয় তুলতে গিয়ে তিনি হাতে পেয়েছেন এক হাজার টাকার ৫৩টি জাল নোট। সরকারি প্রতিষ্ঠানে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারী শেরপুর সদর উপজেলার গনই মোমিনাকান্দা গ্রামের শাহীনা বেগম (৬০)। শাহীনা বেগম জানান, তিনি শেরপুর পোস্ট অফিসে তিন বছর মেয়াদি একটি ডিপোজিট হিসাব খোলেন। মেয়াদ শেষ হলে গত ৭ অক্টোবর তিনি টাকা তুলতে যান। নিরক্ষর হওয়ায় পোস্টাল অফিসার মানিক মিয়াকে অনুরোধ করেন টাকা গুনে দিতে। তিনি বলেন, “আমি লেহাপড়া জানি না। আমার সঙ্গে কেউ নাই। বাবা, আপনি আমার টাকা গুইনা দেন। টাকা থুইয়া দিমু, যাতে মাইনসে না জানে।” পোস্টাল অফিসার তখন তাকে দুই লাখ ৬৯ হাজার টাকা দেন। শাহীনা...