১৪ অক্টোবর ২০২৫, ০১:২৫ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০১:২৫ পিএম বাগেরহাটের মোংলায় পূর্ব শত্রুতার জেরে মহিদুল শেখ (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকালে পৌর শহরের কবরস্থান রোড এলাকায় পূর্ব বিরোধের জেরে মাহমুদ ও বনি শেখ নামের দুই যুবক মহিদুলকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তারা কাঠের বাটাম দিয়ে তার মাথায় আঘাত করে, এতে মহিদুল গুরুতর জখম হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে সোমবার রাতে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা হামলাকারী মাহমুদ ও বনিকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওইদিনই মারামারির মামলায় তাদের আদালতের মাধ্যমে...