সলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান তাঁর স্ত্রী সাবিকুন্নাহারের অভিযোগ অস্বীকার করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি স্পষ্টভাবে জানান— কোনো পরনারীর সঙ্গে তাঁর হারাম সম্পর্ক নেই। সোমবার (১৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে ত্বহা লেখেন, “কাবার রবের শপথ! আমি যিনাকার নই! মুহাম্মদের রবের কসম! আমি ব্যভিচারী নই! যার হাতে আমার প্রাণ তার কসম, তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত! কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই।” তিনি বলেন, স্বামী-স্ত্রী একে অপরের জন্য পবিত্র পোশাকের মতো, আর পোশাকের কাজই হলো সতর ঢেকে রাখা— “যদিও তা ক্ষতবিক্ষত হয়, আমি আজীবন সেটিই করে গেছি, আজও করছি। কারণ, আজও আমি তার স্বামী।” অভিযোগের জবাবে ত্বহা আরও বলেন, “আমার দ্বিন আমাকে শিখিয়েছে— অপবাদ ও মিথ্যাচারের জবাব আল্লাহই দেন। সমাজে...