সামাজিকমাধ্যমে বেশ জনপ্রিয় হিনা খান। শুধুমাত্র অভিনয়ের জন্য নয়, তিনি নিজের জীবন দিয়ে যে আশার আলো দেখিয়েছেন, তাতেই তার অনুরাগীদের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। খুব অল্প বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন হিনা, বারেবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। কিন্তু তারপরেও, ঘুরে দাঁড়িয়েছেন হিনা। তিনি ফিরে এসেছেন জীবনের ছন্দে। ফের শুরু করেছেন কাজ। হিনার ব্যক্তিগত জীবনেও এসেছে নতুন মোড়। দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেছেন তিনি। তবে আপাতত কোনও দীর্ঘমেয়াদি কাজের সঙ্গে যুক্ত নন হিনা। শরীরের কারণেই তিনি সিনেমা বা দীর্ঘমেয়াদি ধারাবাহিকের সঙ্গে যুক্ত হতে পারছেন না। কিন্তু তাহলে, কীভাবে উপার্জন করেন হিনা? জানা যায়, হিনার স্বামী রকি জয়সোয়াল একজন প্রযোজক। তবে হিনা খানের সম্পত্তির পরিমাণ, রকির থেকে অনেক বেশি! তাহলে হিনার উপার্জনের অর্থ কী? জানা যায়, বর্তমানে হিনা খানের উপার্জনের মূল উৎসই হল...