দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোপালগঞ্জ ইউনিয়নে ২৩৮ হেক্টর এলাকাজুড়ে অবস্থিত আশুরার বিল। মাছের প্রাকৃতিক প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে কয়েক বছর আগে এখানে মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে অভয়াশ্রমে বর্তমানে অবাধে চলছে দখল ও দূষণ। বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে অবাধে মাছ শিকার হচ্ছে। বিলের পানি শুকিয়ে সেখানে ধান চাষ করা হচ্ছে, আবার পোকা দমনে কীটনাশক প্রয়োগের কারণে মাছ মারা যাচ্ছে। বিল সংস্কার না করায় তা ভরাট হয়ে গেছে। এতে হুমকির মুখে পড়েছে বিলের জীববৈচিত্র্য। স্থানীয়রা বলছেন, বিলে আগে বাটা, চেলা, তাপসী, তপতী, বাইন, কৈ, কুঁচিয়া, পুঁটি, রুই, চিংড়ি, টাকি, শিং, মাগুর, টেংরা, চোপড়া, পাঙ্গাস, আইড়, কালিবাউশ, বালিয়া, গুলশা, শোল, মলা, পাবদা, কাতল, ডারকা, ঢেলা, খলিশা, গজার, বোয়ালসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত। মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেসহ...