গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশটির এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।প্রায় ৩ কোটি জনসংখ্যার দেশ মাদাগাস্কারে মানুষের গড় বয়স ২০ বছরেরও কম। দেশটির তিন-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯৬০ সালে স্বাধীনতার পর থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির মাথাপিছু জিডিপির হার ৪৫ শতাংশ কমে গেছে।বিশ্বের সবচেয়ে বড় ভ্যানিলা উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত মাদাগাস্কারের অন্যান্য গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য হলো নিকেল, কোবাল্ট, টেক্সটাইল ও চিংড়ি। দেশটির বৈদেশিক আয় ও কর্মসংস্থানের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব রপ্তানি খাত।সূত্র: এএফপি, রয়টার্সনিউজজি/এস আর প্রায় ৩ কোটি জনসংখ্যার দেশ মাদাগাস্কারে মানুষের গড় বয়স ২০ বছরেরও কম। দেশটির তিন-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯৬০ সালে স্বাধীনতার পর থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির মাথাপিছু...