দক্ষিণ ভেনিজুয়েলার এল কালাও পৌর এলাকায় ভারী বর্ষণের পর একটি স্বর্ণের খনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির জরুরি কর্মকর্তা বরাত এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।রয়টার্স জানিয়েছে, ন্যাশনাল রিস্ক সিস্টেমের দলগুলো উদ্ধার কাজ শুরু করেছে এবং তিনটি পৃথক খনির গর্ত থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।জরুরি কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘প্রথম ধাপে ওই এলাকায় সব খনির গর্ত থেকে পানি পাম্প করে সরানো হবে। ফলে পানির স্তর কমানো যাবে। এরপর উদ্ধার কাজের মূল্যায়ন করা হবে বলেও জানায় তারা।’সূত্র: রয়টার্স। দক্ষিণ ভেনিজুয়েলার এল কালাও পৌর এলাকায় ভারী বর্ষণের পর একটি স্বর্ণের খনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির জরুরি কর্মকর্তা বরাত এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রয়টার্স জানিয়েছে, ন্যাশনাল রিস্ক...