মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে শহীদ মিনার ঘুরে এমন দৃশ্য দেখা যায়। শিক্ষকরা জানান, তাদের অনেক সহকর্মী আজ সকালে ঢাকায় এসেছেন। অনেকে পথে আছেন। তারাও কিছুক্ষণের মধ্যেই শহীদ মিনারে পৌঁছাবেন। এরপর লং মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করা হবে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা জানান, তারা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাধ্যমে জানতে পেরেছেন মঙ্গলবার সকালে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ কর্মকর্তারা বৈঠকে বসেছেন। সেজন্য সেখান থেকে কী সিদ্ধান্ত আসে, সেদিকেও নজর রাখছেন তারা। এ কারণে লং মার্চ কর্মসূচি ১২টায় শুরুর কথা থাকলেও তা কিছুটা দেরি হচ্ছে। আরও পড়ুনউপদেষ্টা-সচিব ছাড়াই তো বৈঠকে বসলেন, শিক্ষকদের কেন রাস্তায় রাখলেন?পাঠ ছেড়ে মাঠে শিক্ষকরা, ‘নির্লিপ্ত’ শিক্ষা মন্ত্রণালয়শিক্ষকদের কর্মবিরতি গড়ালো দ্বিতীয় দিনে, আজ ‘মার্চ টু সচিবালয়’ জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, দুই মন্ত্রণালয় আজ...