ইংল্যান্ড সফরে ব্যাটিংয়ে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন শুবমান গিল, নজর কেড়েছেন নেতৃত্বে। সেখানে শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করেছেন, যেটিকে অনেকে মনে করেন জয়ের সমানই। তবে জয়ের মতো আর জয়, দুটিতো এক নয়। সত্যিকারের জয়ের স্বাদও এবার পেয়ে গেলেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে জিতলেন প্রথম টেস্ট সিরিজ। দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল ভারত। ম্যাচের ভাগ্য গড়া হয়ে গিয়েছিল আগেই। শেষ দিনে মঙ্গলবার জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র ৫৮ রান। উইকেট ছিল ৯টি। ওই পথটুকু পাড়ি দিতে আরও দুটি উইকেট হারায় তারা। ৩৯ রানে আউট হন সাই সুদার্শান। একটি করে ছক্কা ও চার মেরে গিল আউট হন ১৩ রানে। তবে জিততে সমস্যা হয়নি। ফর্মে থাকা লোকেশ রাহুল অপরাজিত থাকেন ৫৮ রানে।...