জয়ের সুবাস আগে থেকেই পাচ্ছিল ভারত। শুধু ছিল অপেক্ষা। মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক দল। জয়ের জন্য ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিনের সকালের সেশনেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। অপরাজিত ৫৮ রান করেন লোকেশ রাহুল, সাই সুদর্শন যোগ করেন ৩৯ রান। এই সময়ে সুদর্শনের পর মাত্র ১৩ রানে আউট হন অধিনায়ক শুবমান গিল (১৩)। ধ্রুব জুরেল ৬ রানে অপরাজিত থাকেন। আহমেদাবাদে তিন দিনের মধ্যেই সিরিজের প্রথম টেস্ট জেতা ভারত এই টেস্টেও নিজেদের দৃঢ় অবস্থানে নেয় প্রথম ইনিংসে ৫১৮ রানে পাঁচ উইকেটে ইনিংস ঘোষণা করে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে যায় এবং...