ভ্রমণ তোমাকে বাকরুদ্ধ করে দেয়, তারপর গল্পে পরিণত করে। মধ্যযুগের পরিব্রাজক ইবনে বতুতা উক্তিটি করেছিলেন। বতুতা সম্পর্কে সবাই কম-বেশি জানেন। সেই বিস্তীর্ণ অনাধুনিক, অযান্ত্রিক, মরুময় ঊষর কি বিপদসংকুল প্রস্তরময় পার্বত্য এলাকা পরিভ্রমণে তিনি ছিলেন সিদ্ধপুরুষ। ‘রিহলা’ তার ভ্রমণবিষয়ক বিখ্যাত বই। কিন্তু উপরের উক্তিটি ছিল তার ভ্রমণ অভিজ্ঞতাপ্রসূত। কোনো বইয়ে তিনি একথা লিখেননি, যা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি এই লেখাটা লিখার আগ পর্যন্ত। কোনোভাবেই নিজেকে নিভৃত রাখতে পারছিলাম না। আমাকে লিখতেই হল। না লিখে উপায় ছিল না। ১৫ দিনের চীন ভ্রমণ আমাদের নিয়ে গিয়েছিল অজানা এক জগতে। জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীনে যাও। ছোটবেলা থেকেই কথাটা শুনে আমরা অভ্যস্ত। এক মুসলিম মনীষীর কথা। তবে কেন চীন দেশের কথা বলা হলো? কী আছে চীনে? জ্ঞানের সঙ্গে চীনেরই কী সম্পর্ক? কী...