নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে মোটা অঙ্কের টাকা দিয়ে লোকজনকে ঝটিকা মিছিলে নামানো হচ্ছে—এমন চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গ্রেফতার হওয়া আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতারা জবানবন্দিতে স্বীকার করেছেন, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রত্যেক মিছিলকারীকেই ৫ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। কমিশনার দাবি করেন, এ ধরনের অর্থ ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার পরিকল্পনা করছে একটি চক্র। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ২৪ ঘণ্টা সজাগ থাকার নির্দেশ দেন এবং বলেন, এবার হবে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন—যেখানে কোনো পক্ষপাত, দুর্নীতি কিংবা অতীতের ‘প্রহসনের নির্বাচনের’ পুনরাবৃত্তি বরদাশত করা হবে না। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে কড়া বার্তায় তিনি বলেন,...