ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা তাদের বন্দিজীবনের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন। আল–জাজিরার সঙ্গে কথা বলার সময় তারা জানিয়েছেন, কারাগারের পরিবেশ ছিল অমানবিক এবং খাবারের ব্যবস্থা ছিল নিকৃষ্ট। মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন আবদাল্লাহ আবু রাফি বলেন, “আমরা কারাগারে ছিলাম না, এক কসাইখানায়। দুর্ভাগ্যজনকভাবে ওই কসাইখানার নাম ছিল ওফের কারাগার। অনেক তরুণ এখনও সেখানে বন্দি। কারাগারের অবস্থা ভয়ংকর—কোনো তোশক নেই, সব সময় তোশকগুলো নিয়ে যায়, খাবারের মান খুব খারাপ, সবকিছুই কঠিন।” অন্য মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি ইয়াসিন আবু বলেন, “খুব, খুব খারাপ। খাবার, নির্যাতন, প্রহার—সবকিছুই ভয়ানক। চার দিন ধরে আমি কিছুই খাইনি। এখানে (খান ইউনিসে) এসে আমাকে দুটি মিষ্টি দেওয়া হয়েছে, সেগুলোই খেয়েছি।” ইসরায়েল সাম্প্রতিক সময়ে প্রায় ২৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে, যাদের মধ্যে অনেকে আজীবন বা দীর্ঘমেয়াদি সাজা ভোগ করছিলেন। গাজায় যুদ্ধ...